সোহেল রানা খান উত্তরা প্রতিনিধি :
উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কমিউটার ট্রেন ঢাকা হতে দেওয়ানগজ্ঞ যাতায়াতের সময় জয়দেবপুর রেল-স্টেশনে উঠানো একটি ছবির দৃশ্য ।
১২ বছর পেরিয়ে ১৩ বছরে পা রেখেছে বললেন ঐ ট্রেনের আর এক স্টাফ। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক স্টাফ নিয়োগ এর কড়া সমালোচনা করে সেখানে ট্রেন উদ্ধতর্ন কর্মকর্তাদের নিয়ে কিছু মানুষ। সকল সমালোচনা নিরোসনে ট্রেন উদ্ধতর্ন কর্মকর্তার নজরদারি ঐ ট্রেনের মালবাহী গেট খুলে দেওয়া ছেলের উপর একান্ত প্রয়োজন ।
ট্রেন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সেহেতু উদ্ধতর্ন কর্মকর্তা অন্ধ হলে জাতির সমালোচনা বাড়তে থাকবে ঐ দফতরের। প্রাপ্ত বয়স্ক মানুষের অভাব হয়নি এখনো দেশে। তাই সরকারেরও সকল বিষয় নজরদারি একান্ত প্রয়োজন