1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৭:৪৭ অপরাহ্ন

“আজ শুভ জন্মদিন” মারুফ ও জোনাকি’র এক মাত্র মেয়ে সামিরিন রহমান (সানা’র)

  • প্রকাশের সময়ঃ- শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ পড়া হয়েছে
"আজ শুভ জন্মদিন” সামিরিন রহমান (সানা'র)

“শুভ জন্মদিন”
সোনা মেয়ে সামিরিন রহমান (সানা) অনেক অনেক শুভেচ্ছা রইল। এই দিনে সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া যে তোমার মতো একটি মেয়েকে আমাদেরকে দান করেছে। এই দিনটি তোমার বছরের প্রতিদিন একই সময়ে মঙ্গল বয়ে আনুক। এই দিনটিতে তুমি হাসি-আনন্দ উচ্ছ্বাস নিয়ে দিনটি পালন করো আর সামনের ভবিষ্যতে দিনগুলো তোমার জীবনে আনন্দ বার্তা নিয়ে আসুক। তোমায় নিয়ে আমাদের অনেক স্বপ্ন অনেক আশা অনেক ভরসা তোমার উপরে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে, মুখ উজ্জ্বল করে বাঁচবে, এই সমাজে এই শুভ কামনায় করি, শুভকামনা রইল তোমার জন্য।
“শুভ জন্মদিন” ভালো থেকো আম্মু।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640