1. nannunews7@gmail.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন

ইপিজেড থেকে অপহৃত সেই শিশুকে উদ্ধার, গ্রেফতার ৬

  • প্রকাশের সময়ঃ- বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪ পড়া হয়েছে

ডেস্ক নিউজ

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার কলসি দিঘী এলাকা থেকে আড়াই বছরে শিশু হৃদয়কে অপহরণের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) স্পিনা রানী প্রামাণিক বলেন, ইপিজেড থানা থেকে অপহৃত আড়াই বছরের শিশু হৃদয়কে ফেনী জেলার দাগনভুঁইয়া থানার গহিন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শিশু হৃদয়কে অপহরণের সঙ্গে জড়িত ৬ জনকে নগরের বিভিন্ন ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সিএমপি উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর কার্যালয়ে প্রেস ব্রিফিং বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত ২৫ জানুয়ারি দুপুরে নগরের ইপিজেড থানার কলসি দিঘী এলাকার সাইক্লোন শেল্টারের (স্কুল) সামনে থেকে হৃদয়ের বড় বোন জান্নাতুলকে খাবার কিনতে পাঠিয়ে কৌশলে হৃদয়কে অপহরণ করা হয়। গত ২৬ জানুয়ারি শিশুর বাবা রবিউল বাদী হয়ে নগরের ইপিজেড থানায় অজ্ঞাতনামা দুইজন মহিলাকে আসামি করে একটি মামলা করেন।

 

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640