ডেস্ক নিউজঃ-
ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমা। এখনো ছবির টিজার বা ট্রেলার কিছুই উন্মুক্ত হয়নি। এর আগেই মুক্তির জন্য ২০টি সিনেমাহল চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন নায়ক জয়।তিনি বলেন, ‘ঈদে সিনেমা মুক্তি যে কোনো নায়ক বা শিল্পীর জন্য স্পেশাল। সে জায়গা থেকে আমাদের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এটা খুবই আনন্দের এবং ভালো লাগার। অনেক সিনেমা আসবে ঈদে, প্রতিযোগিতা হবে। আশা করছি আমাদের সিনেমাটি দর্শক উপভোগ করবেন।’
নায়ক জানান, গেল সপ্তাহে ছবিটির সেন্সর হয়েছে। এরইমধ্যে সিনেমার হল বুকিং শুরু হয়ে গেছে। প্রায় ২০টির মতো হল চূড়ান্ত হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বড় বড় হলে চলবে সিনেমাগুলো। পাশাপাশি বিভিন্ন জেলার শিল্পকলাতেও প্রদর্শিত হবে।উপমা কথাচিত্রের প্রযোজনায় এ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে জয় চৌধুরী ও অপু বিশ্বাস জুটিকে। ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। অপু-জয় ছাড়াও এতে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।