1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০১:৩৭ অপরাহ্ন

একজন আফরোজা আক্তার ডিউ..মানবতার মা, অসহায়দের আশ্রয় স্থল…

  • প্রকাশের সময়ঃ- শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৯৭ পড়া হয়েছে

এম এ ওহাব, কুমারখালী:- তিনি একজন মা।মানবতার মা। অসহায়দের আশ্রয় স্থল। তাকে যতোই দেখি ততই মুগ্ধ হই, নতুন কিছু শিখি তার থেকে। উনার বাচনভঙ্গি, আচরণ,সব কিছুতেই যেনো আন্তরিকতার ছাপ। তিনি একজন নারী,সফল নারী। নিজের পরিবার পরিজনকে যেমন সচেতনতার নিরাপত্তার চাদরে আগলে রাখেন তেমনি সংবাদ পত্রের জগতেও শ্রেনী,বর্নকে সমান চোখে নজরে রাখেন। বটবৃক্ষের ছায়ার মতো তিনি সাংবাদিকদের কল্যাণে কাজ করে চলেছেন। শিক্ষক হিসেবে ও তিনি সফলতার বীজ বুনতে ও সক্ষম হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে ও তিনি ব্যাপক সাড়া জাগিয়েছেন। নারীদের উন্নয়নে এগিয়ে চলেছেন এই মমতাময়ী নেত্রী আফরোজা আক্তার ডিউ। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বাবার চেতনাকে বুকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে লালন করে প্রগতিশীল কর্মকাণ্ডে নিজেকে তৈরি করতে পেরেছেন জনহিতকর কাজের মাধ্যমে। তার ক্ষুদ্র ক্ষুদ্র জমাকৃত টাকায় অনেকে অসুস্থ অসহায়দের মুখে হাসি ফোটাতে পেরেছেন। আমার দেখা একজন মানব প্রেমী নারী তিনি।২০১৬ সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকেই আমার পরিবারের সদস্যদের তিনি আগলে রেখে চলেছেন। আমার সন্তানের পড়ালেখার দায়িত্ব ও তিনি তার কাঁধে তুলে নিয়েছেন। আমার চিকিৎসায় যারা দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা সবসময়। তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতার শেষ নেই কখনোই আমার। শুধু আমার নয় খুলনা বিভাগের অনেক স্থানেই রয়েছে তার কাজের মানবতার ছাপ। নিজে স্বপ্ন দেখেন এবং স্বপ্ন পূরণ করতে সব সময় আন্তরিক চেষ্টা করেন,সফল ও হন তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এর বিপুল ভোটে নির্বাচিত সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। দক্ষিণ পশ্চিম অঞ্চলের একমাত্র নির্বাচিত এই নারী সাংবাদিক বলেন, শিশু তো শিশুই। তারা জানে না কোন জাত, ধর্ম, বর্ণ— মানে না কোন বাঁধা। তাদের জাত, ধর্ম, বর্ণের গন্ডিতে প্রভেদ করি আমরাই। নারী বাতায়নের সদস্য হয়ে তা দারুনভাবে উপলব্ধি করে দেখেছি হরিজন সম্প্রদায়ের শিশুদের নিয়ে ” আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ” শ্লোগানের আলোকে ” মঙ্গলালোক ” নামে নারী বাতায়নের উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে যেয়ে এক স্বর্গীয় অনুভূতি অনুভব করলাম। তিনি আরো বলেন, প্রত্যেক শিশুকেই নিরাপদ ও সুস্থ সুন্দর পরিবেশে গড়ে তুলতে পারলেই আমাদের স্বপ্ন যাত্রার পথ সুগম হবে। প্রিয় এই সাংবাদিক নেত্রী ও তৃণমূল সাংবাদিক জগতের অভিভাবকে সৃষ্টিকর্তা যেনো সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, সুন্দর রাখেন হেফাজত করেন।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640