ডেস্ক নিউজ;-
বিপিএলের বহুল আকাঙ্খিত ফাইনালে মুখোমুখি ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।
শিরোপার এই লড়াইয়ে টসভাগ্য গেছে কুমিল্লার পক্ষে। কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
ফাইনালে শুরুটা হলো খ্যাপাটে। প্রথমে মিডঅন থেকে ওভারথ্রো-তে চার পেয়েছেন নাজমুল হোসেন। শেষ বলে ফাইন লেগ থেকে তানভীর ইসলামের ওভারথ্রো থেকে চার এসেছে, সঙ্গে লেগবাই থেকে আরেকটি রান।
আন্দ্রে রাসেলের করা প্রথম ওভারে নাজমুল মেরেছেন আরও দুটি চার-মিড অফের ওপর দিয়ে, পরে আউটসাইড-এজে থার্ডম্যান দিয়ে। প্রথম ওভারে এসেছে ১৮ রান।
ঠিক পরের ওভারের প্রথম বলে তানভীরকে জায়গা বানিয়ে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন তৌহিদ। এবারের বিপিএলে তানভীরের এটি ১৭তম উইকেট। এদিকে তৌহিদ হৃদয় আউট হতেই মাঠে নেমে যান মাশরাফি।
তবে এবার আর পারলেন না। প্রথম কোয়ালিফায়ারে পাঁচে নেমে ১৭ বলে ২৬, দ্বিতীয় কোয়ালিফায়ারে তিনে নেমে ১৬ বলে ২৮-চমক দেখিয়েছিলেন মাশরাফি। ফাইনালেও তিনে এলেন, কিন্তু এবার ৪ বলে ১ রান করেই ফিরতে হলো সিলেট অধিনায়ককে।
রাসেলকে তুলে মারতে গিয়ে কাভারে কুমিল্লা অধিনায়ক ইমরুলের হাতে ক্যাচ তুলেছেন। সিলেট দ্বিতীয় উইকেট হারিয়েছে ২৬ রানে। তাদের স্কোর ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৪।