নিজস্ব প্রতিবেদকঃ-
খেলা করার সময় দুই শিশু পানিতে ডুবে যায়।
কক্সবাজারের মহেশখালীতে শুক্রবার দুপুরে খেলার সময় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
কক্সবাজারের মহেশখালীতে খেলার সময় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি প্রণব কুমার চৌধুরী।
নিহতরা হলো- পূর্ব ঘোনারপাড়ার বাসিন্দা রিয়াজুল করিমের মেয়ে আড়াই বছরের তাহালিশা মনি এবং একই এলাকার শফিউল আলমের মেয়ে সাড়ে তিন বছরের আলিফা মনি।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে তাহালিশা মনি ও আলিফা মনিসহ কয়েক শিশু মিলে উঠানে খেলাধুলা করছিল। কোনো এক ফাঁকে দুই শিশু প্রতিবেশী মীর কাসেম আলীর বাড়ির পুকুরে পাড়ে চলে যায়। পরে তারা নিখোঁজ হয়।
পরে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় তারা দুই শিশুকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি প্রণব বলেন, দুই শিশু প্রতিবেশী। পুকুরে ডুবে তাদের মৃত্যু নিয়ে স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিকালে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।