বার্তা সম্পাদক- মীর নাহিদঃ-
ডেস্ক নিউজঃ-
দুবাইয়ে আরাভ খান ওরফে রবিউল ইসলামকে গ্রেপ্তার করার বিষয়ে পুলিশের হাতে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
শনিবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন আইজিপি।
সম্প্রতি দুবাই পুলিশের হাতে আরাভ খান আটক হয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।
আদৌ আরাভ খান আটক হয়েছেন কি না জানতে চাইলে আইজিপি সরাসরি জানান, দুবাইতে আরাভ খান আটকের কোনো তথ্য জানা নেই। তবে আরাভ খানকে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে।
পুলিশ হত্যা মামলার পলাতক আসামি হিসেবে রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে। আমাদের সঙ্গে ইন্টারপোলের যোগাযোগ রয়েছে।
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপির ৫৩ নেতাকর্মীকে রাজধানীর বনানী থেকে আইন মেনেই গ্রেপ্তার করা হয়েছে। এখানো আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।