1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:৫১ অপরাহ্ন

কবিতা “সেই ছাদে”

  • প্রকাশের সময়ঃ- মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৭৭ পড়া হয়েছে

সেই ছাদে
কানিজ ফাতেমা চৌধুরী

সেই ছাদের রাত্রিতে ছিল কতো কান্না
তাদের নাম ছিল হিরা মতি পান্না।
সেই ছাদের সকালে ছিল কতো বন্যা
বন্যার উৎস এক আকাশ  কান্না ।

যে ছাদের বুকে যেতো মন ভাঙা কেউ
সমুদ্রে জাগতো উত্তাল ঢেউ।
সেই ছাদে এখন আর কেউ হাঁটেনা
হিরা মতি পান্না আর আসেনা ।

সেই ছাদের আকাশটা ছিল খুব প্রিয়
বন্যায় কান্নায় জানতোনা কেহ।
যে ছাদের আকাশটা ছিল এতো প্রিয়
সে আকাশ এখন আর দেখেনা কেহ ।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640