সেই ছাদে
কানিজ ফাতেমা চৌধুরী
সেই ছাদের রাত্রিতে ছিল কতো কান্না
তাদের নাম ছিল হিরা মতি পান্না।
সেই ছাদের সকালে ছিল কতো বন্যা
বন্যার উৎস এক আকাশ কান্না ।
যে ছাদের বুকে যেতো মন ভাঙা কেউ
সমুদ্রে জাগতো উত্তাল ঢেউ।
সেই ছাদে এখন আর কেউ হাঁটেনা
হিরা মতি পান্না আর আসেনা ।
সেই ছাদের আকাশটা ছিল খুব প্রিয়
বন্যায় কান্নায় জানতোনা কেহ।
যে ছাদের আকাশটা ছিল এতো প্রিয়
সে আকাশ এখন আর দেখেনা কেহ ।