শুধু তোমার জন্য
কানিজ ফাতেমা চৌধুরী
প্রতিটি সন্ধ্যা বুঝে আকাশে মিশে থাকে তোমার হাসি
হিজলের বনে সব ঘুঘু জানে
কেন ঘাসে আর জলে, মিলে মিশে করে আলিঙ্গন
দালানের সামনে বৃথা দাঁড়িয়ে থাকা প্রেমিক বুঝে
একমাত্র তোমাকেই বুকে টেনে নিয়ে বলবো-
সব ঠিক হয়ে যাবে ।
ব্যালকনিতে দাঁড়িয়ে ফিসফিস করে গেয়ে যাওয়া গানের সুর বুঝে
আমার সকল গান শুধু তোমাকে ডাকে । কেন?
আবার যদি কখনো কারো বুকে হারিয়ে যাও
যেন আমার বুকেই তোমাকে হারাতে হয় ।
আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘের আড়ালে চাঁদকে হারাতে দেখছি
গাছ থেকে পাখি হারাতে দেখছি, ডাল থেকে ফুল হারাতে দেখছি
নগরীর জমাট গুমোট আঁধারে, ভালবাসার স্পর্শ হারাতে দেখছি
ভবঘুরে আমার এই নিরব মনকে হারাতে দেখছি
অলিতে গলিতে নিয়ম করে , শুধু তোমার জন্য ।
আমার অনুভুতি জানে মুখ ফুটে যে ভালবাসার কথা
সবসময় বলা হয়ে উঠেনা , সে তোমার জন্য ।
ফাগুনের শেষ হয়ে যাওয়া সময় জানে , এইবার প্রথম বর্ষায়
প্রথম যে কদম ফুটবে, তার শরীর জুড়ে থাকবে শুধু তোমার ঘ্রাণ ।
বৃষ্টির পরে যে সবুজ সতেজ আমার চোখ শান্ত করবে,
সে শুধু তুমি ।
কখনো মুগ্ধতা, কখনো নীরবতা, কখনো অপলক দৃষ্টিতে
যে চাঁদের দিকে শুধুই চেয়ে থাকা আমার , সে শুধুই তুমি ।
একবার যদি আবার হারাতে চাও , ওই সমুদ্র তীরে হারিয়ে যেও
আমি সমুদ্রের ঢেউ হয়ে, তোমার পায়ে আছড়ে পড়বো
যদি আমাকে হারাতে চাও , নতুন করে ভালবেসে নিও কোন গাংচিল
আমি ওই বিস্তৃত দিগন্তের কোন এক অন্ধকারে হারিয়ে যাবো অন্ধকার হয়ে ।
ওই অন্ধকার জানবে আমার সব তীব্র পাওয়া না পাওয়া
শুধু তোমার জন্য ।
আমার অন্ধকারে হারিয়ে যাওয়া , শুধু তোমার জন্য ।