1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন

কবি সুমি ইসলাম’র কবিতা “তুমি চাওনা— তাই “

  • প্রকাশের সময়ঃ- বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৬৬ পড়া হয়েছে
কবি সুমি ইসলামের কবিতাসমহ
কবি সুমি ইসলামের কবিতাসমহ

তুমি চাওনা— তাই
সুমি ইসলাম

তুমি চাইলেই আমি তোমার দেবী হতে পারতাম—
পারতাম অবগাহনের নরম জল হতে।;
সকাল-সন্ধ্যায় তুমি ধূপ-তুলশী দিয়ে আমায় পূজা করতে,
জলে ভাসাতে সাত ফুলের নৈবেদ্য।

যদি তুমি চাইতে—
আমি দূর পাহাড়ের চূড়ায় থাকা এক ফোঁটা শিশির বিন্দু হতে পারতাম;
তোমার কান্নারত চোখে আমি শান্তির জল টুপটাপ ঝরে পড়তাম।
তুমি চাইলেই আমি টলটলে পদ্ম পুকুর হতে পারতাম;
তোমার সেখানে সারা দুপুর ভেসে বেড়াতো শান্তির সাদা হাঁস।

তুমি চাইলে না!
তবু যদি চাও— আজও হতে পারি কোজাগিরী রাত।;
লহ্মীর স্থানে আমায় বসিয়ে নয়ন ভরে দেখতে।
এখনও হয়ে শ্যামলীমা ঘাস—
অথচ হতে পারতাম নীল নীল আকাশ।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640