কলাবতী
সুমি ইসলাম
কবি তোমার কবিতা পড়ে আমি চমকিয়ে যাই
প্রতিটা লাইন যেনো আমার জন্য লেখা,
এর একেকটা শব্দ যেনো
আমার ঠোঁট, আমার চোখ, আমার চুল, আমার জীবা,
আমার মুখমন্ডল কে ঘিরে,
তোমার কবিতায় যে ভালোবাসার কথা বলেছো
সেটা যেনো আমারই ভালোবাসার কথা,
তোমার কবিতায় যে বিষাদের কথা ফুটে উঠেছে
সেই বিষাদ যেনো আমার হৃদয়ের,
তোমার কবিতায় যে চঞ্চলা চপলা কিশোরী দুবেনী দুলিয়ে প্রজাপতি হয়ে উড়ে বেড়ায়
সেই কিশোরী যেনো আমি।
যে বধূটি ঘোমটা মাথায় ,টিকলি পরে, নাকে নথ ঝুলিয়ে ,
দুপায়ে আলতা মেখে পুরো বাড়িতে নেচে বেড়ায়
সে তো আমিই,
যে মেয়েটি প্রিয়তমর আদরে লজ্জায় লাল হয়ে যায়
আমিই সেই প্রেমিকা ,
মধ্য দুপুরে পদ্ম পুকুরে যে মেয়েটির কলাবতী দেহেটা ভেসে উঠে
আমিই সেই কলাবতি।