1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:০১ অপরাহ্ন

কবি সুমি ইসলাম এর কবিতা “একটি চিঠি”

  • প্রকাশের সময়ঃ- রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৪৩ পড়া হয়েছে

একটি চিঠি

তোমার কাছে লেখা এটি আমার
অপ্রকাশিত প্রথম ও শেষ চিঠি।
কালির সুগন্ধ এখনও বিদ্যমান
ভাজগুলো এখনো সজীব,
খুব একটা মলিন হয়নি
কোথাও নেই কোন ভাঁজ।
তোমাকে যা বলতে গিয়েও বলা হয়নি কখনও
বলতে গিয়ে বারবার থেমে গেছি
জমিয়ে রেখেছিলাম হৃদ মাঝারে
এখানে সেই সব জমিয়ে রাখা কথা
গুলো যত্ন করে লেখা আছে।
আমার কল্পনাবিলাস মন বারবার
যে অবাস্তব ভাবনাগুলোকে প্রশয় দিতো
তার প্রস্ফুটিত রূপগুলোই এখানে যত্ন করে লেখা।
মাঝে মাঝে ওই আকাশটাকে
গাঢ় কমলা রঙে সাজাতে ইচ্ছে করে,
ঠিক যেনো গাঢ় কমলা পাড়ের সাদা শাড়ির মতন।
ওই চাঁদটাকে দূর থেকে না দেখে
খুব কাছ থেকে ভালোবাসতে ইচ্ছে করে।
ঠিক যেমন বিড়ালের ছোট্ট বাচ্চাকে
কোলে তুলে আদর করার মতন।
তোমার কথাগুলো রবীন্দ্র সংঙ্গিতের মতন
এখনও কানে বাজে,
সেই নরম সুরের কথা আজও শোনার জন্য ব্যাকুলতা।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640