1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:১৪ অপরাহ্ন

কবি সুমি ইসলাম এর হারানো বিজ্ঞাপ্তি

  • প্রকাশের সময়ঃ- সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৭০ পড়া হয়েছে

হারানো বিজ্ঞাপ্তি
সুমি ইসলাম

তোমার শহরে আমার হারিয়ে যাবার বিজ্ঞাপনে ছেয়ে যাবে
প্রতিটি রাস্তায় ,অলিতে -গলিতে থাকবে পোষ্টার
আমি হারিয়ে গেছি তোমার শহর থেকে
আমি হারিয়ে গেছি তোমার পাড়া থেকে
আমি হারিয়ে গেছি তোমার মন থেকে
আমার হারিয়ে যাবার বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর
পোষ্টারে পোষ্টারে আমার তোমার ছবি ছাপা থাকবে
আমাকে খুঁজে পাবার জন্য
তোমার এলাকার থানাতে ডায়েরি করা হবে
তাতে হারানোর কারন হিসেবে লেখা হবে
তোমার না পাওয়া ভালোবাসা
তোমার দেওয়া কষ্ট
তোমার দেওয়া অবহেলা,
আমি নিজে থেকে হারিয়ে গেলাম
হারিয়ে গেলাম তোমার স্মৃতি থেকে,
তোমার শহরে আমি হারিয়ে যাবার পর বিজ্ঞাপন ছেয়ে যাবে
কেউ আমাকে খুঁজে পেলে
তোমার ঠিকানায় পৌঁছে দেবে।
আমি হারিয়ে গেলাম তোমার এলাকা থেকে
স্টেশনের লাষ্ট ট্রেনে চেপে হারিয়ে গেলাম আজানাতে।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640