নিজস্ব প্রতিবেদকঃ-
ব্রাজিল সার্বিয়ার বিপক্ষে ৩ গোলে বিজয়ী হবে বলে বিশ্বাস শোভাযাত্রায় অংশ নেওয়া এক সমর্থকের।
কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে এ শোভাযাত্রা শুরু করে পৌর শহর প্রদক্ষিণ করে।
কুড়িগ্রাম সদরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন স্থানীয় ব্রাজিল সমর্থকরা। এতে প্রাইভেট কার আর পিকআপ-ভ্যানও দেখা যায়।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে এ শোভাযাত্রা শুরু করে পৌর শহর প্রদক্ষিণ করে।
এদিকে, বৃহ্স্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২ বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরু করতে যাচ্ছে ব্রাজিল। এবারও হট ফেভারিট হয়ে মাঠে নামছে তারা।
ম্যাচটি শুরুর আগে কুড়িগ্রামের উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকরা এ শোভাযাত্রা করল।
সমর্থকদের গায়ে ব্রাজিলের জার্সি, হাতে বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা দেখা যায়।
এ ছাড়া তাদের গালে ছিল হলুদ ও সবুজ রং দিয়ে পতাকা আঁকা।
এ সময় রাস্তার পাশে থাকা অন্য সমর্থকরা হাততালি দিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়াদের উৎসাহিত করেন।
শোভাযাত্রায় আসা সমর্থক মো. রাজু আহমেদ বলেন, “আমি বাংলাদেশের নাগরিক; তাই আমার দেশকেই বেশি ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপকে ঘিরে মন-প্রাণ দিয়ে ব্রাজিল টিমকে সমর্থন করি।”
শোভাযাত্রায় ব্রাজিলের সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন বলে জানান তিনি।
বিশ্বকাপ আসরের প্রথম খেলায় ব্রাজিল সার্বিয়ার বিপক্ষে ৩ গোলে বিজয়ী হবে বলেও বিশ্বাস রাজু আহমেদের।
শোভাযাত্রার আয়োজক আলামিন বলেন, “আমরা ব্রাজিল ফুটবল দলকে ভালোবেসেই এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছি। ব্রাজিলকে ভালোবেসে সবাই এ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমাদের সবার আশা ও বিশ্বাস, প্রিয় দল ব্রাজিল এবার বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে দেশে ফিরবে।“