বার্তা সম্পাদক:- মীর নাহিদ
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করেন। তাদের নেতা তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে না মানুষ তাকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে। এদেশের মানুষ কোন সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না। হানিফ বলেন, তারা যে দশ দফা দাবীতে আন্দোলন করছে সেই দশ দফা হলো তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা। দন্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবী। এছাড়া এই দাবীর মধ্যে জনগনের কোন কথা নেই। এই দাবী নিয়ে দেশবাসীও ভাবছে না। আওয়ামীলীগও ভাবছে না। যে দাবীর সাথে জনসম্পৃক্ততা নেই, সেই দাবী আদায়ও সফল হবে না। আজ রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজনে স্বাধীনতার ইতিহাস ও এগিয়ে যাওয়া বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ উপস্থিত ছিলেন। এবং সাবেক জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ইয়াসির আরাফাত তুষারের নেতৃত্বে, মঙ্গলবাড়ীয়ার তরুন প্রজন্মের আইকন ও তরুন সমাজের অহংকার মো: নাসির উদ্দিন ও তার সহযোদ্ধারা এই সমাবেশে অংশগ্রহণ করেন। নাসির উদ্দিন বলেন রাজ পথে ছিলাম,আছি ও থাকব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য।