1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:৪১ অপরাহ্ন

কুষ্টিয়ায় নিখোঁজের দুইদিন পর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তার গাড়ি থেকে লাশ উদ্ধার!

  • প্রকাশের সময়ঃ- রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৯০ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক 
নিখোঁজের দু’দিন পর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীর শিলাইদহ এলাকা থেকে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকিমত কোম্পানির গাড়ি চালক মো: সম্রাট হোসেন (২৯) এর মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় নিহত সম্রাটের বন্ধুর স্ত্রী সীমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। পুলিশ জানায়, গত (বৃহস্পতিবার ২৩ মার্চ ) রাত আটটার দিকে সম্রাট তার পরিবারের সদস্যদের সাথে মোবাইলে কথা বলে। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সারাদিন অনেক খোঁজাখুঁজির পরেও তার খোঁজ না পেয়ে ঈশ্বরদী থানায় সাধারণ ডাইরী করেন। বিভিন্ন সূত্রে ধরে পুলিশ ঈশ্বরদী উপজেলার বাঁশের বাধা এলাকার নিখোঁজ সম্রাটের বন্ধু মমিনের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী সীমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এদিকে শনিবার সকালে পাবনার সীমান্তবর্তী কুষ্টিয়ার পদ্মা নদীর শিলাইদহ ঘাট এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি গাড়ি দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই গাড়ির ভেতর থেকে সম্রাটের মরদেহ উদ্ধার করে। নিহত সম্রাট ঈশ্বরদী উপজেলার মধ্য অরণকোলা আলহাজ্ব ক্যাম্প এলাকার বক্কারের ছেলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসাইন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে একজন পুলিশ কর্মকর্তাও গাড়িটি দেখেছেন। তবে কেউ বেড়াতে এসেছেন ভেবে দেখে চলে যান। আজ খবর পেয়ে সেখানে পুলিশ যায়। গিয়ে ভেতর থেকে লাশ উদ্ধার করে।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640