1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:৩১ অপরাহ্ন

কুষ্টিয়া উত্তর কমলাপুর জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন

  • প্রকাশের সময়ঃ- শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৭৯ পড়া হয়েছে
কুষ্টিয়াতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন
কুষ্টিয়াতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন

বার্তা সম্পাদক , মীর নাহিদ: ইফতারের মুহূর্তটি রোজাদারের কাছে বিশেষ আনন্দের। কেননা রোজাদার সারাদিন নিজেকে পানাহার ও শরিয়ত নির্ধারিত কাজ থেকে বিরত রাখার পর আল্লাহর সন্তুষ্টি অর্জন ও কল্যাণ পেতে ইফতার করে। ইফতারে কল্যাণ রয়েছে এমনটি বলেছেন স্বয়ং নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইফতারের আনন্দের মুহূর্তেই রোজাদারের দোয়া কবুল করা হয়। কারণ ইফতারের সময়টা হলো মহান আল্লাহর জন্য ধৈর্যধারণের মুহূর্ত।

আজ (০৭ এপ্রিল) শুক্রবার ১৫ই রমজান আসর নামাজ শেষে একদল তরুন তারুণ্য প্রাণউজ্জল রোজাদারা বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া জেলা শাখার সাবেক সফল সভাপতি ইয়াসির আরাফাত তুষারের নির্দেশে, রমজানের মাসব্যাপী ইফতার মাহফিলের অংশ হিসেবে, কুষ্টিয়া উত্তর কমলাপুর জামে মসজিদে ইফতার দোয়া মাহফিলের আয়োজন করেন। জনপ্রিয় দৈনিক আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক নিউজ বুলেটিন বিডি.কম এর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক নিউজ বুলেটিন বিডি.কম এর বার্তা সম্পাদক মীর নাহিদ , নিবার্হী সম্পাদক আসিফ ইকবাল, স্টাফ রিপোর্টার মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ সাকিব শেখ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।

সকলের উপস্থিতিতে মোঃ নাসির উদ্দিন বলেন, সহমর্মিতা ও সমবেদনার মাস রমজান। তাই ব্যয়বহুল বাহারি ইফতারের আয়োজন না করে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, নিকটজন, গরিব–মিসকিন,অসহায়দের ইফতারের বিষয়ে যত্নবান ও সচেতন হওয়া বাঞ্ছনীয়। পথশিশু, ছিন্নমূল ও পথিকদের ইফতারের ব্যবস্থা করাও কর্তব্য। বর্তমান পরিস্থিতিতে ইফতার মাহফিল ও ইফতার পার্টির আয়োজন না করে গরিব–অসহায়দের দান–খয়রাত করা সমীচীন।

ইফতার ও সাহ্‌রিতে প্রয়োজন স্বাস্থ্যসম্মত হালাল খাবার। কারণ, হালাল খাদ্য ও হালাল উপার্জন রোজা, নামাজ ও যাবতীয় ইবাদত কবুলের পূর্বশর্ত। তাই ইফতার ও সাহ্‌রিতে বৈধ উপার্জনের হালাল খাবার জরুরি।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640