নিজস্ব প্রতিবেদকঃ-
কুষ্টিয়া দৌলতপুর থানা বাজারে একটি কফি হাউজ হতে সিরাজগঞ্জ পিবিআই-এর অভিযানিক টিম বিদেশী অস্র সহ গ্রেফতার করেন সিরাজগন্জ জেলার শীর্ষ কন্ট্রাক কিলার
রকি-সহ সোহানকে।পিবিআই কর্তৃক জানা জাই সিরাজগন্জ পিবিআইয়ের একটি মামলার এজাহার ভুক্ত আসামী কিলার রকির সন্ধানে দৌলতপুরে অভিযানে আসে,সোর্সের তথ্যমতে গ্রেফতারকৃত আসামী
মোঃ রকিবুল ইসলাম @ রকি ( ৩৫ ) , পিতা- – মৃত নুরু শেখ , সাং-সয়াদানগড়া,থানা+জেলা-সিরাজগন্জ সদর, মো-শাহরিয়ার শরীফ সোহান,পিতাঃ-মৃত-শরিফুল ইসলাম, মাতাঃ- মোছাঃ শাহীনা ইসলাম , সাং- কৈপাল , তারাগুনিয়া , থানা- দৌলতপুর , জেলা- কুষ্টিয়া-কে গ্রেফতার করেন পিবিআই সিরাজগঞ্জের অভিযানিক টিম।সিরাজগন্জের পিবিআই-এর অভিযানিক টিমের সদস্যরা ছিলেন-এসআই ( নিঃ ) / ইমরান হোছাইন , বিপি নং -৮৬১৩১৫৫৩৯৯ সঙ্গীয় পুলিশ পরিদর্শক ( নিঃ ) / জনাব গোলাম কিবরিয়া , বিপিনং- ৭h০৬১১৪২৫৮ , পুলিশ পরিদর্শক ( নিঃ ) / জনাব মোঃ মাহাবুব মোর্শেদ ধন , বিপি নং -৮৪১১১৪৩১৬০ , এসআই ( নিঃ ) / মোঃ জাহাঙ্গীর আলম , বিপি নং- ৯২১৯২২২৫৭৪ , এসআই ( নিঃ ) / আব্দুল খালেক , বিপি নং -৯১১৯২২২৪২৬ , এসআই ( নিঃ ) / মোঃ আশিকুর রহমান , বিপি নং- ৯১১৯২২৩৫৭৬ , এসমাই ( নিঃ ) / মোঃ সোহরাব হোসেন , বিপি নং -৯৪২১২৩৮০৩৬ , কং / ১৩৫৭ মোঃ মিঠু আহম্মেদ , বিপি -৮৪০৪০৮৩১৪৭ , সকলেই পিবিআই , সিরাজগঞ্জ জেলাসহ জব্দ তালিকা মূলে জব্দকৃত ১। ০১ টি সচল সচল বিদেশী পিস্তল , যাহার ব্যারেলের উপরে এবং বডির বাম পার্শ্বে খোদাই করে ইংরেজিতে MADE IN USA লেখা আছে , হাতলের দুইপাশে কাঠ লাগানো আছে , পিলটি লম্বায় ০৭ ( সাত ) ইঞ্চি । ব্যারেলের মাথা থেকে হাতলের নিচ পর্যন্ত কৌনিক দূরুত্ব ৮.৫ ( সাড়ে আট ) ইঞ্চি , হাতল লম্বায় ০৫ ( পাঁচ ) ইঞ্চি ) । পিস্তলের-০১ ( একটি ) ম্যাগাজিন লোড করা ছিল । ম্যাগাজিনে ০৫ ( পাঁচ ) রাউন্ড তাজা গুলি ভর্তি ছিল । পাঁচটি গুলির মধ্যে ০১ টি গুলির পিছনে KF95MM2Z অন্য ০৪ টি গুলির পিছনে KM75MF লেখা আছে , যাহার মধ্যে ০৩ ( তিন ) টি গুলির পিছনে ফায়ারিং পিনের আঘাতের চিহ্ন আছে । ২। একটি সিলভার রংয়ের TOYOTA || প্রাইভেটকার যাহার রেজিঃ নং – ঢাকা মেট্রোঃ – গ ১৫৫৬২৯ , যাহার চেসিস – AE1105165508 , যাহার ইঞ্জিন নং-5AHO12171, অভিযোগ অদ্য গ্রেফতার কৃত আসামী হইয়া ধৃত আসামী পিবিআই সিরাজগঞ্জ জেলার জিডি নং -১২৩ , তারিখ -০৭ / ১১ / ২০২২ ইং এবং পিবিআই সিরাজগঞ্জ এজাহার জেলার – এমসিসি নং- ৩০৮/২২ , তারিখ- ০৭/১১/২০২২ ইং মূলে উল্লেখিত অফিসার, দৌলতপুর মামলা সহ মামলা নং -০৫ , খ- ০৩/১১/২০১৯ খ্রি : ধারা- ৩০২/৩৪ পেনাল কোড এর ফৌঃ আনায় মাফলা নং – মোঃ রকিবুল ইসলাম @ রকি ( ৩৫ ) , পিতা – মৃত নুরু শেখ , সাং- সয়াধানগড়া , ও ফোর্সসহ সিরাজগঞ্জ সদর থানার কাঃ বিঃ ১৬৪ ধারায় প্রাপ্ত আসামী খানা ও জেলা সিরাজগন্জকে গ্রেফতারের উদ্দেশ্যে সোর্সের তথ্য মোতাবেক ইং ০৭ / ১১ / ২০২২,পিবিআই সিরাজগঞ্জ জেলা অফিস হতে রওনা হয়ে মোঃ আদিল মাহমুদ ( ৩০ ) , পিতা মোঃ হান্নান মাস্টার , সাং – দৌলতপুর মাস্টারপাড়া , থানা সালের অস্ত্র দৌলতপুর , জেলা – কুষ্টিয়া এর কফি হাউজে অবস্থান করাকালীন সময়ে আসামী মোঃ রকিবুল ইসলাম যে রকি ( ৩৫ ) তার আইনের ১৯৭ অফভার করি । গ্রেফতারের সময় সাক্ষী ১। মোঃ শাহাজুল ইসলাম ( ২৭ ) , পিতা – মোঃ রেজাউল খান , সাং – দৌলতপুর, খাঁনপাড়া , ২। মোঃ নাসির ( ৩৫ ) , , পিতা – মোঃ আব্দুর রহিম , সাং – দৌলতপুর দক্ষিণপাড়া , উভয় থানা – দৌলতপুর , জেলা – কুষ্টিয়াদ্বয়ের উপস্থিতিতে বিধি মোতাবেক আসামীর দেহ তল্লাশীকালে আসামী মোঃ রকিবুল ইসলাম রকি এর কোমরের বাম পার্শ্বে বেল্টের নিচে গোঁজা অবস্থায় ০১ ( একটি ) ম্যাগাজিনে ০৫ ( পাঁচ ) রাউন্ড গুলি ভর্তিসহ ০১ । সহ ০১ উক্ত আসামীর সাথে থাকা সহযোগী আসামী মোঃ শাহারিয়ার শরীফ @ সোহান ( ৩৯ ) কে গ্রেফতার করি এবং ইং -০৭ / ১১ / ২০২২ তারিখ রাত্রী ২১.০৫ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে অপর সহযোগী আসামী মোঃ রহু ( ৩৫ ) কৌশলে পালিয়ে যায় । জিজ্ঞাসাবাদে জানা যায় যে , উল্লেখিত আসামীগন সকলেই জ্ঞাতসারে উদ্ধারকৃত উল্লেখিত অস্ত্রসহ একটি সিলভার রংয়ের TOYOTA 111 প্রাইভেটকারে উক্ত কফি হাউজের সামনে এসে প্রাইভেটকার রেখে কফি হাউজে অবস্থান করছিল । সেই মোতাবেক আসামীদের ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করি । উল্লেখিত আসামীগন লাইসেন্স ব্যতীত বিদেশী আগ্নেয়াস্ত্র অবৈধভাবে নিম্ন দখলে রাখায় অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯ – A ধারায় অপরাধ করেছে । পলাতক আসামী মোঃ রঞ্জু ( ৩৫ ) কে গ্রেফতার অভিযান পরিচালনা করে এজাহার দায়েরে সামান্য বিলম্ব হয় । উল্লেখিত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেন।এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা বলেন ও নিয়মিত মামলা হয়েছে সেটা উল্লেখ করেন।পিবিআই-এর অভিযানিক টিম লিডারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা সিরাজগঞ্জ পিবিআই-এর একটি মামলার এজাহার ভুক্ত আসামীকে গ্রেফতার করতে এসে অস্র সহ ২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছি, দৌলতপুর থানাতে একটি অস্র মামলা হয়েছে,একজন এজাহারভু্ক্ত কন্টাক কিলার আসামী পলাতক আছেন।