বার্তা সম্পাদকঃ- মীর নাহিদ।। আজ রবিবার বিকাল ৫টার সময় নতুন দায়িত্ব প্রাপ্ত কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদৎ হোসেনের সঙ্গে জনপ্রিয় দৈনিক নিউজ বুলেটিন বিডি.কম এর প্রকাশক ও সম্পাদক ফেরদৌসী বেগমের অনুপস্থিতে, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ নাসির উদ্দিন ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক নিউজ বুলেটিন বিডি.কম এর বার্তা সম্পাদক মীর নাহিদ , নিবার্হী সম্পাদক আসিফ ইকবাল, স্টাফ রিপোর্টার মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ সাকিব শেখ ও প্রমূখ। এ সময় তরুন সাংবাদিক মোঃ নাসির উদ্দিন তার সংক্ষিপ্ত বক্তব্যে কুষ্টিয়া মডেল থানার ওসি মোঃ শাহাদৎ হোসেনকে অফিসার ইনচার্জ করায় পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, বিগত বছরের কাজের মূল্যায়ন হিসেবে, যোগ্যতার পুরস্কার পেয়েছেন। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে সকল দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এটা সকল সাংবাদিকগণের ও কুষ্টিয়াবাসীদের কাম্য। আমরা কুষ্টিয়ার সকল সাংবাদিকগণ আপনার সাথে আছি। কুষ্টিয়াতে মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে আপনি জিরো টলারেস ভুমিকা রাখবেন বলে আমরা আশা রাখি। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদৎ হোসেন সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, কুষ্টিয়াবাসী ও সাংবাদিকদের সাহায্য নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি সন্ত্রাস, চাঁদাবাজী, মাদকমুক্ত শান্তির রোল মডেল হিসেবে কুষ্টিয়া মডেল থানাকে গড়ে তুলতে চাই। আপনার সবাই আমাকে এই কাজে পাশে থেকে সহযোগিতা করবেন বলে আমি আশা রাখি।