1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:২০ অপরাহ্ন

কুষ্টিয়ায় পর্নোগ্রাফি আইনে ৬ ছাত্রলীগ নেতাকর্মীর নামে নেত্রীর মামলা

  • প্রকাশের সময়ঃ- বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ-

কুষ্টিয়ায় এক ছাত্রলীগ নেত্রীর ব্যক্তিগত আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৬ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই নেত্রী। যার মামলা নং- ৪৬/৪১২। ধারা- ৮(১)৮ (২)/৮ ২০১২ সালের পর্নোগ্রাফি আইন।

মামলার আসামীরা হলো- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রিফাইতপুর (গলাকাটা) এলাকার খলিলের ছেলে মোঃ হৃদয় (২৪), চুয়াডাঙ্গা শহরের আক্তারুজ্জামানের ছেলে মুহাইমিনুল মিরাজ (২৩), কুষ্টিয়ার কুমারখালী কালুপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে রেফাউল ইসলাম (২২), দৌলতপুর থানার হালিম শিকদারের ছেলে শাকিল আহমেদ তুষার (২৮), একই এলাকার সোহেল রানার ছেলে ফারদিন সৃষ্টি (২২) ও কুমারখালী থানার বড়ইচারা এলাকার সালামের ছেলে রাহাতুল ইসলাম (২১)। আসামীরা সবাই কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্বরত আছে ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নওরিন রহমানের ব্যক্তিগত আপত্তিকর কিছু ছবি আসামীরা বিভিন্ন কৌশলে অবলম্বন করে তা নিজ নিজ ফেসবুক আইডিতে পোষ্ট করে। যা মামলার বাদী ওই ছাত্রলীগ নেত্রী গত ১৯ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ ফেসবুক আইডিতে ঢুকলে দেখতে পায়।

ভুক্তভোগী ছাত্রলীগ নেত্রীর দাবি, তাকে হেয়প্রতিপন্ন ও তার সম্মানহানি করার উদ্দেশ্যে উল্লেখিত আসামীরা তার ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

উক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশে আইনের দারস্থ হয়েছেন ওই নেত্রী।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640