1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:২৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় সাংবাদিক মহাসমাবেশ সফল করায় জেইউকের কৃতজ্ঞতা প্রকাশ

  • প্রকাশের সময়ঃ- সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৬ পড়া হয়েছে

৷৷ প্রেস বিজ্ঞপ্তি।।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেইউকে’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান এক বিবৃতিতে কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে সাংবাদিক মহাসমাবেশে অংশগ্রহনকারী অতিথিবৃন্দ, বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ, কুষ্টিয়ার সর্বস্তরের গণমাধ্যমকর্মী, স্থানীয় সংবাদপত্রের সম্পাদকগণ, জাতীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও ক্যামেরাপার্সন, বিভিন্ন অনলাইনের সাংবাদিক, সাংবাদিক রুবেলের পরিবার, সমাবেশের মাঠ বরাদ্দের জন্য জেলা প্রশাসন, পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ ও নিরাপত্তায় নিয়োজিত আইন শ্ংখলা বাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করছেন।

বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল যিনি শত ব্যস্ততার মাঝেও এই মহাসমাবেশে যোগদান করেছেন এবং যাঁর বক্তব্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নিপীড়িত সাংবাদিকদের মধ্যে নতুন করে প্রাণসঞ্চার হয়েছে। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ সকল অঙ্গ ইউনিয়নের নেতৃবৃন্দকে। সকলের প্রতি সংগ্রামের বার্তা জানাচ্ছি। সাংবাদিক রুবেল হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না এই ছিলো মহাসমাবেশের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গণমাধ্যমের।

রাশেদুল ইসলাম বিপ্লব, সভাপতি
মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার জেইউকে।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640