নিজস্ব প্রতিবেদকঃ-
কুষ্টিয়ার মফিজ (৫৭) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পূর্ব দিকের গজনবীপুর মংলাগাছা মাঠের সবজি (পুইশাক) ক্ষেত থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
সে কুষ্টিয়ার ইবি থানা এলাকার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামে মোহাম্মদ আলীর ছেলে। মফিজ এলাকায় কৃষি কাজ করতেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুন জায়েদ জানান, সকালে বিত্তিপাড়া এলাকার মংলাগাছা মাঠে একটি সবজি ক্ষেতে নিহতের পা বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে প্রাথমিকভাবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।