1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:৫৪ অপরাহ্ন

কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসা গড়ে ওঠেছে প্রশাসনের দৃস্টি আকর্ষণ করছি।

  • প্রকাশের সময়ঃ- রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ-
কুষ্টিয়া পৌর ১৬নং ওয়ার্ডের মাদকের স্বর্গরাজ্য গড়ে উঠেছে। পৌর ১৬নং ওয়ার্ডের প্রতিটা হলিগলিতে যেন হাত বাড়ালেই মাদক পাওয়া যায়, এ মাদকের ভয়াল রুপ গ্রাস করছে উঠতি বয়সের কিশোর ও যুবসমাজকে, সন্ধ্যা নামলেই ঘোরাফেরা করতে দেখা যায় উঠতি বয়সী যুবকদের রাত যত গভীর হয় মাদক সেবী এবং মাদক বিক্রেতাদের শুরু হয়ে যায় রমরমা ব্যবসা, ইয়াবাহ,ফেন্সিডিল ও গাজাসহ বিভিন্ন মাদক। এত সহজে মাদক পাওয়ার কারনে ধীরে ধীরে মাদকের প্রতি ঝুকে পড়ছে কিশোর ও যুবসমাজ। এই ওয়ার্ডের প্রতিটা অভিভাবক তাদের সন্তানদের নিয়ে চিন্তিত কখন যেন তাদের সন্তানরা মরণ নেশা মাদকের প্রতি আকৃষ্ট হয়ে পরে। এসমস্ত এলাকার অধিকাংশ মাদক বিক্রেতা যুবক ও কিশোররা, যা এসব মাদক বিক্রেতারা প্রশাসনের তালিকা ভুক্ত নহে। এই সুযোগটাই তারা কাজে লাগিয়ে প্রশাসনের অন্তরালে বিভিন্ন স্পটে মাদকের রমরমা ব্যবসা করে চলছে। এরা অধিকাংশ উর্তি বয়সী নিজেরা মাদক সেবন করে এবং ১৬ নং ওয়ার্ডের প্রতিটা হলিগলিতে মাদকের ভয়াল থাবাতে কিশোর ও যুবকদের গ্রাস করছে। সন্ধ্যা হলেই এসব এলাকার মাদক বিক্রেতাদের আনাগোনা বেড়ে যায়।মাদক বিক্রেতারা মাদক সেবনের জন্য উপযুক্ত স্তান হিসেবে বেঁচে নিয়েছে বিভিন্ন পরিত্যক্ত বাড়ী,গোরস্তান ও আশেপাশের ঝোপঝার। এদের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়। ১৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে এসব মাদক বিক্রেতাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে, যেন প্রতিটা যুবক এই মরণ নেশা মাদকের থাবা থেকে মুক্ত পায়। এসব মাদক ব্যবসায়িকরা কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়েছে এবং দিনের বেলায় রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের আজেবাজে টোন করতে থাকে। এ বিষয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের জানা থাকলেও তারা কোন পদক্ষেপ নেয় না।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640