নিজস্ব প্রতিবেদকঃ-
কুষ্টিয়া মঙ্গলবাড়ীয়া মোবারক বাঁধ, গোরস্তান পাড়ায় চোরের চুরির আতঙ্কে এলাকাবাসীর রাতে ঘুম নেয়। রাতে ঘুমাতে গেলেই এলাকাবাসী ভাবে এই যেনও আমার ঘরের কিছু চুরি হয়ে গেলো। আমরা সরজমিনে এলাকার কিছু মানুষের সাথে কথা বলে জেনেছি যে, বিগত কিছু দিন হল – এই চুরি বৃদ্ধি পেয়েছে। এর আগে এত চুরি হয়নি কখনও। ভুক্তভোগী ও এলাকার একজন বাসিন্দা, বারখাদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মীর আব্দুল রাজ্জাকের সাথে আমরা যোগাযোগ করে জানতে পারি, ঠিক ১৫/১৬ দিন আগে তার বাসাতে চুরি হয়। রাতে যখন তারা সবাই ঘুমাতে যায়, ঠিক তখনি চোর এসে চুরি করেছে। তার বাসা থেকে ৬/৭ ভোরী স্বর্ণালঙ্কার ও নগদ কিছু অর্থ চুরি হয়। আরও এক ভুক্তভোগী ও এলাকাবাসীর কাছে জানতে পারি যে, তার বাসা থেকে মোবাইল ফোন চুরি হয়েছে। ১৫নং ওয়ার্ডের বাসিন্দাদের এখন একটাই দাবি প্রশাসন যেনও বিশেষ নজর দেয় এই ওয়ার্ডের দিকে। এই ওয়ার্ডের আরও একটি ব্যাধি আছে সেটা হলো মাদক। আর এই মাদকের জন্য আজ যুব সমাজ ধংশেষের মুখে। যে যুব সমাজ আমাদের আগামীদিনের পথ দেখাবে তারাই আজ তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। ১৫ নং ওয়ার্ডে সকাল, বিকাল, সন্ধ্যা, রাত সারা দিন সব সময় হাত বাড়ালেই মাদকের ছড়াছড়ি। কারা এই মাদক বিক্রয় করে? এত মাদক শহরতলী এই এলাকায় কি ভাবে আসে প্রশ্ন জাগে মনে। কে এর ধারক বা বাহক? এলাকাবাসীদের একটাই চাওয়া ১৫নং ওয়ার্ড যেনও চোর আর মাদক মুক্ত থাকে। তার জন্য এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলে আমাদের সন্তানদের সুস্থ জীবন – যাপনের জন্য আপনার প্রশাসনিক কঠোর ব্যবস্থা নিয়ে আমাদেরকে সুস্থ ভাবে বাঁচার অধিকার দিন।