নিজস্ব প্রতিবেদকঃ-
নিহত রমজান ভাড়ায় মোটরসাইকেল চালাতেন বলে পুলিশ জানিয়েছে।
খাগড়াছড়ির গুইমারায় এক যুবকের গলাকাটা লাশ উদ্বার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি-মহালছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
নিহত রমজান আলী (৩০) চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকার ইউনুস সিকদারের ছেলে।
তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন বলে গুইমারা থানা পুলিশ জানিয়েছে।
গুইমারা থানার ওসি মুহাম্মদ রশীদ বলেন, খবর পেয়ে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গুইমারা থানা পুলিশের একটি দল ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে।
এর প্রায় এক কিলোমিটার দূর থেকে ওই যুবকের মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে তিনি জানান।
ওসি জানান, নিহতের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য মতে রমজান আলী চট্টগ্রামের খুলশীর আমবাগান এলাকার ইউনুস সিকদারের ছেলে; তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন।
লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলেও জানান ওসি রশীদ।