1. nannunews7@gmail.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:০২ অপরাহ্ন

খুলনায় ১৫ স্বর্ণের বারসহ দুই পাচারকারী গ্রেফতার

  • প্রকাশের সময়ঃ- শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৪০ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

খুলনার লবনচরা থানা এলাকায় যাত্রীবাহী বাস থেকে ১৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) খুলনা-সাতক্ষীরা মহাসড়কে জিরো পয়েন্টে যাত্রীবাহী বাস তল্লাশীকালে এই দুইজন গ্রেফতার হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- আবুল হোসেন (৩৫) ও ইমন (৩২)। তাদের পায়ে থাকা জুতার ভিতর থেকে এসব স্বর্ণের বার উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন পৌনে দুই কেজি। ঢাকা থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে তারা খুলনা হয়ে সাতক্ষীরা যাচ্ছিল।

লবনচরা থানার ওসি এনামুল হক বলেন, জিরোপয়েন্ট চেকপোস্টে টুঙ্গিপাড়া এক্সপ্রেস তল্লাশীকালে এই দুই যাত্রীকে সন্দেহ হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে অসংলগ্ন কথাবার্তা বলে। পরে তাদেরকে তল্লাশী করা হলে জুতার ভিতরে পলিথিন পেচানো অবস্থায় ১৫টা স্বর্ণের বার উদ্ধার হয়। তারা এগুলো ভারতে পাচারের উদ্দেশে সাতক্ষীরা সীমান্তে নিয়ে যাচ্ছিল।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640