1. nannunews7@gmail.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন

চট্টগ্রামে বিপন্ন লজ্জাবতী বানর ও প্যাঁচা উদ্ধার, গ্রেফতার ৪

  • প্রকাশের সময়ঃ- শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৫ পড়া হয়েছে

ডেস্ক নিউজ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে বিপন্ন প্রজাতির দুটি লজ্জাবতী বানর ও একটি প্যাঁচা উদ্ধার করেছে পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয় বন্যপ্রাণী পাচারচক্রের চার সদস্যকে।

গ্রেফতাররা হলেন মোবারক হোসেন, সাদ্দাম হোসেন, মো. মহিউদ্দিন ও আজহার সিকদার। শুক্রবার দুপুরে মহাসড়কের লোহাগাড়া অংশের বার আউলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘বান্দরবানের আলী কদম থেকে বিপন্ন প্রজাতি পাচার হচ্ছে, এ তথ্যে পেয়ে পুলিশের একটি দল মহাসড়কে অবস্থায় নেয়। এসময় দুটি মোটরসাইকেল তল্লাশি করে দুটি লজ্জাবতি বানর ও একটি পেঁচা উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় চার জনকে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640