1. nannunews7@gmail.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:২৬ অপরাহ্ন

“চাকরি নয়, সেবা”—এই লক্ষ্যে বাংলাদেশ পুলিশ

  • প্রকাশের সময়ঃ- মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

“চাকরি নয়, সেবা”—এই লক্ষ্যে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম লোকদের নিয়োগ কার্যক্রমের আজ তৃতীয় দিন । বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২৩ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৩ এর তৃতীয় দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারী সোমবার Physical Endurance টেস্ট (PET) এর ৫ম ইভেন্ট (১৬০০ মিটার দৌড়); ৬ষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং (এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার নিয়ে নির্দিষ্ট সময়ে ৩০ ফুট দূরত্ব অতিক্রম করা এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার নিয়ে নির্দিষ্ট সময়ে ২০ ফুট দূরত্ব অতিক্রম করা); ৭ম ইভেন্ট রোপ ক্লাইম্বিং (এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ০৮ ফুট রোপ ক্লাইম্বিং করা। ইতোমধ্যে শেষ হওয়া তৃতীয় দিনের ফিল্ডটেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তীতে লিখিত পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়। কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনের Physical Endurance টেস্ট (PET) কার্যক্রম শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার কুষ্টিয়া ও নিয়োগ বোর্ডের চেয়াম্যান জনাব মোঃ খাইরুল আলম কনস্টেবল পদে চাকুরি প্রত্যাশিদের উদ্দেশ্যে ব্রিফিং করেন। এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া বলেন, এবাবের কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই এবার কনস্টেবল পদে নিয়োগ পাবে। তাই নিয়োগ প্রত্যাশী ও তাদের পরিবারকে নিয়োগ সংক্রান্তে দালাল চক্র দ্বারা কিংবা কোনো প্রকার অবৈধ লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ করেন এবং ফিল্ডটেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে আগামী ১৮/০২/২০২৩ তারিখ সকাল-১০.০০ ঘটিকায় লিখিত পরীক্ষায় অংশ গ্রহনের জন্য পুলিশ লাইন্সে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

নিয়োগ কার্যক্রমে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মঞ্জুরুল আলম প্রামানিক, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে জনাব মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা জেলা, জনাব মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর জেলা, ডাঃ ইনজামুল হক, মেডিকেল অফিসার, কুষ্টিয়া, ডাঃ মোছাঃ নাজমা খাতুন। এছাড়াও আরওআই, রির্জাভ অফিস, কুষ্টিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।

 

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640