ডেস্ক নিউজঃ-
আজ অভিনেতা, প্রযোজক ও পরিচালক আলমগীরের ৭৪তম জন্মদিন। বাংলা সিনেমার চিরসবুজ অভিনেতা আলমগীর ১৯৫০ সালের আজকের এ দিনে (০৩ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মহিউদ্দিন আহমেদ আলমগীর।তার বাবা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম প্রযোজক। কলেজজীবনে আলমগীর নাটকের মধ্য দিয়ে অভিনয়জীবনের যাত্রা করেন। বরেণ্য এ অভিনেতা ১৯৭২ সালের ২৪ জুন আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ১৯৮৫ সালে তিনি পরিচালনা শুরু করেন।
প্রথম সিনেমা মুক্তির আগেই আলমগীর সিরাজুল ইসলামের ‘দস্যুরানি’, আজিজুর রহমানের ‘অতিথি’, আলমগীর কুমকুমের ‘মমতা’, মোহর চাঁদের ‘হীরা’ সিনেমার কাজ শুরু করেন। আজ পর্যন্ত প্রায় ৩০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার প্রযোজিত প্রথম সিনেমা ‘ঝুমকা’। পরিচালক হিসেবে তার সর্বশেষ সিনেমা ‘একটি সিনেমার গল্প’।আশি ও নব্বই দশকে দাপুটে অভিনেতা ছিলেন আলমগীর। সামাজিক, পারিবারিক, অ্যাকশন, রোমান্টিক ধাঁচের সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। তার বেশির ভাগ সিনেমাই ছিল দর্শকনন্দিত। আলমগীরের সময়ের প্রায় সব নায়িকা, পরিচালক তার সঙ্গে কাজ করতে পছন্দ করতেন।
১৯৮৫ সালে ‘মা ও ছেলে’ সিনেমায় অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলমগীর। ঢালিউডের সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা নায়ক তিনি। মোট আটবার এ পুরস্কারের পাশাপাশি আজীবন সম্মাননাও লাভ করেন এ অভিনেতা।