নিউজ বুলেটিন বিডি ঢাকা উত্তরা প্রতিনিধিঃ-
জাতীয় পরিচয় পত্রের নিবন্ধন আইন-২০২২ অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনে জন্মের পরই এন আইডি বা জাতীয় পরিচয় পত্র নাগরিকদের দেওয়ার বিধান রাখা হয়েছে। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরে বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।