1. nannunews7@gmail.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন

জবিতে সাহিত্য শিল্প বিষয়ক আলোচনা সভায়- ড. রশীদ আসকারী

  • প্রকাশের সময়ঃ- মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাহিত্য-শিল্প বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনার মূল বিষয়বস্তু ‘বিশ্ব পরিপ্রেক্ষিত ও বাংলাদেশ প্রসঙ্গ’। সোমবার দুপুর ১ ঘটিকায় বাংলা বিভাগের সেমিনার রুমে সভাটি অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রশীদ আসকারী। ড. রশীদ আসকারী সাহিত্যের ক্ষেত্রে সমালোচনার গুরুত্ব আলোচনা করতে গিয়ে বলেন, একটি সাহিত্য সমালোচনা মাধ্যমেই তার ভুলগুলো সংশোধন করতে পারে। সাহিত্যের সমালোচনা এটি কোন নতুন বিষয় নয় সেই এরিস্টটলের সময় থেকে সাহিত্য সমালোচিত হয়ে এসেছে এবং সমালোচনার মাধ্যমে এটি সার্বজনীন রূপ পেয়েছে। তিনি আরো বলেন, রেনেসা এবং রোমান্টিক যুগের মহান শিল্পকর্মগুলিও সমালোচিত হয়েছিল। সমালোচনা সাহিত্যের একটি অবিচ্ছেদ্য অংশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সেমিনার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সাহিত্য অনুরাগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640