1. nannunews7@gmail.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:৫৪ অপরাহ্ন

জরুরি প্রয়োজন ছাড়া উত্তরার দিকে না যেতে অনুরোধ পুলিশের

  • প্রকাশের সময়ঃ- মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৮৬ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড় বড় গর্ত আর জলাবদ্ধতার কারণে তৈরি হয়েছে ব্যাপক যানজট।

ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ সহাসড়কের গাজীপুর অংশে জলবাদ্ধতা তৈরি হওয়ায় রাজধানীর খিলক্ষেত, উত্তরা-বিমানবন্দর এলাকায় দেখা দিয়েছে ব্যাপক যানজট। তাই জরুরি প্রয়োজন ছাড়া ওই পথ ব্যাবহার না করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, “ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত হওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
“এতে খিলক্ষেত, উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায়, জরুরি প্রয়োজন ছাড়া এই সড়ক ব্যবহার না করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।”

খিলক্ষেত এলাকায় যানজটে পড়া ব্যক্তিগত এক গাড়ির চালক মাহাতাবউদ্দীন জানান, দুজন যাত্রীকে আনতে তার বিমানবন্দর রেলস্টেশনে যাওয়ার কথা ছিল। কিন্তু দুই ঘণ্টা ধরে খিলক্ষেত এলাকাতেই গাড়ি আটকে থাকায় গাড়ির মালিক পরে পায়ে হেঁটে চলে যান রেলস্টেশনে। কিন্তু তিনি এখনও গাড়ি নিয়ে পৌঁছাতে পারেননি।
সোমবার রাত ৯টায় ভোলার পাশ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় সিত্রাং। কিন্তু সকাল থেকেই উপকূলীয় এলাকাসহ দেশের অধিকাংশ এলাকায় ছিল বৃষ্টি।
ঝড়ের বিপদ কাটার পর সকালে বৃষ্টি থামলেও রাজধানীর বিভিন্ন সড়কে জমে থাকা পানি নাগরিকদের ভোগান্তিতে ফেলেছে।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640