1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৭:৫১ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

  • প্রকাশের সময়ঃ- শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৭৮ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-

একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ০৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৭৮৮ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকার বাইরে ৪১৪ জন এবং বাকি ৩৭৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৩৭ জনে।
চলতি বছরের শুরু থেকে ৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪২ হাজার ১৯৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৮ হাজার ২৯৫ জন।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640