1. nannunews7@gmail.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:১৭ অপরাহ্ন

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ১১ হাজার ছাড়িয়েছে

  • প্রকাশের সময়ঃ- বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। নিহত বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১০৪ জনে।

এর মধ্যে বেশি প্রাণহানি হয়েছে তুরস্কে। বুধবার সিএনএন জানায়, তুরস্কের প্রেসিডেন্ট টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে বলেন, তার দেশে অন্তত ৮ হাজার ৫৭৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ হাজার।

অন্যদিকে সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৫৩০ জন।

হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র কর্মকর্তারা আভাস দিয়েছেন নিহত মানুষের সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের গাজিয়ান্তেপ শহর। ভূমিকম্পের পরে শতাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্প আঘাত হানা অঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন।

গত সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে এই ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বহুতল ভবন ধসে পড়ে ঘুমন্ত মানুষের ওপর। মোমের মতো ধসে পড়েছে একাধিক ভবন। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। মিসর, লেবানন ও সাইপ্রাস থেকেও কম্পন অনুভূত হয়েছে।

 

 

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640