ডেস্ক নিউজ
রাশিয়ায় নিযুক্ত লাটভিয়ার রাষ্ট্রদূত মারিস রিক স্টিন্সকে বহিষ্কার করেছে মস্কো। মারিস রিক স্টিন্সকে আগামী দুই সপ্তাহের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে বলেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল শুক্রবার মস্কোয় লাটভিয়া দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করা হয়। তার কাছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানায় এবং লাটাভিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে।
এর আগে গত সোমবার লাটভিয়া বলেছিল যে, তারা রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমাবে। রাশিয়া যে সামরিক অভিযান চালাচ্ছে তার বিরোধিতা করে লাটভিয়া এবং এস্তোনিয়া ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করে মস্কোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্কের খুবই অবনতি হয়েছে। আগেই রাশিয়া ও এস্তোনিয়া পরস্পরের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে।