নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া জেলা শাখার উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও সামাজিক সংগঠন, তারুণ্য’র কন্ঠস্বর বাংলাদেশের সভাপতি, সুযোগ্য ও জনপ্রিয় ছাত্রনেতা মোঃ সামির রহমান সীমান্ত বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশবাসীকে।
মোঃ সামির রহমান সীমান্ত বলেন, প্রবাহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন, এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের, নতুন দিনের নতুন কিছু পাবার, দেখার, জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই, স্বপ্ন দেখি নতুন দিনের, প্রত্যয়, আশা, ভালবাসা, আবেগ, অনুভূত অভিমান, সংশয়, দুঃখ, বেদনা, ঘাত প্রতিঘাতের মধ্য দিনে বাঁচতে হবে আমার, আপনার, আমাদের সবাইকে।
গতকাল ছিল বাংলা বর্ষের শেষ দিন। বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি। শেষ সূর্যাস্তের সাথে বিলীন হয়ে গেল আরেকটি বছর। আজকের দিনটি বাংলাদেশের মানুষের একটি সর্বজনীন লোকোৎসব। পহেলা বৈশাখ আমাদের মনের ভেতরের সব ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয়। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।
১৪৩০ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয়, আর যা কিছু অর্জন তা সামনে চলার পথ গতিময় করুক, এই শুভ কামনায় সকলকে-১৪৩০ সালের নতুন বাংলা নববর্ষ বছরের শুভেচ্ছা ও অভিনন্দন রইল।