নিজস্ব প্রতিবেদকঃ-
ঘটনার পর এ বিষয়ে কথা বলার জন্য ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
নড়াইল সদর উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘট্নার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
শুক্রবার দুপুরে সদর উপজেলার সড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান।
২২ বছর বয়সী এই নারী ওই গ্রামের রনি শেখের (২৬) স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় চার বছর আগে ওই গ্রামের রনি শেখের সঙ্গে এই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয় |
নিহতের এক চাচাতো ভাই অভিযোগ করেন, “বিয়ের পর থেকেই রনি শ্বশুরবাড়ি থেকে টাকা-পয়সা এনে দেওয়ার জন্য স্ত্রীকে মারধর করতেন। এসব নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।“
শুক্রবার দুপুর ১২টার দিকে রনি ঘরের ভেতর স্ত্রীকে গলা কেটে ও আগুনে পুড়িয়ে হত্যা করেন বলে অভিযোগ নিহতের এই স্বজন।
ঘটনার পর এ বিষয়ে কথা বলার জন্য রনির বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের কারণে রনি তার স্ত্রীকে পরিকল্পিতভাবে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছেন; তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
নড়াইল সদর হাসপাতালে লাশ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।