নিজস্ব প্রতিবেদকঃ-
খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুরে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর প্রাণ গেছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পাঁচখোলা গ্রামে এই ঘটনা ঘটে। পরে মাদারীপুর সদর হাসপাতালে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
মৃত দুই বছর বয়সী আফিয়া মাগুরা জেলার বোয়ালখালি এলাকার আশরাফুল শেখ ও ঊর্মি আক্তার দম্পতির মেয়ে এবং সদর উপজেলার পাঁচখোলা এলাকার রহিম মাদবরের নাতনি।
মৃত শিশুর স্বজনরা জানায়, কয়েকদিন আগে আফিয়া মাগুরা থেকে তার মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে আসে। সকালে সে নানা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলিন আফরোজ বলেন, শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছিলো। দীর্ঘক্ষণ পানিতে থাকায় নিঃশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।