নিজস্ব প্রতিবেদকঃ-
যথাযথ কাগজপত্র সংগ্রহের আগ পর্যন্ত ভাটাগুলোর অবৈধ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
যথাযথ কাগজপত্র সংগ্রহের আগ পর্যন্ত ভাটাগুলোর অবৈধ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত৷
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শাসনেরবাগ, মদনপুর, ফনকুল ও বারপাড়া এলাকায় এ অভিযান চলে বলে অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান৷
অভিযানে অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ নেতৃত্ব দেন।
ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নবায়ন ছাড়াই ভাটাগুলো চলছিল বলে জানায় পরিবেশ অধিদপ্তর৷
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, অভিযানে মেসার্স এ এইচ বি ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স এম বি এস ব্রিকসকে ৫ লাখ, মেসার্স হাজী অটো ব্রিক ফিল্ড ৫ লাখ, মেসার্স থ্রি স্টার ব্রিকস ৩ লাখ, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ৫ লাখ, নারায়ণগঞ্জ ব্রিকস অ্যান্ড ম্যানুফেকচারিংকে ২ লাখ, মেসার্স মামা-ভাগিনা ব্রিক ফিল্ডকে ৩ লাখ, সরদার ব্রিক ফিল্ডকে ৩ লাখ এবং মেসার্স মায়ের দোয়া ব্রিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ নেতৃত্ব দেন।
আব্দুল্লাহ আল মামুন জানান, ভাটাগুলোতে মাটি ব্যবহারের প্রত্যয়নপত্র, ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নবায়ন করা নেই৷ এ ছাড়া ভাটার এক কিলোমিটারের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে৷
জরিমানার পাশাপাশি যথাযথ কাগজপত্র সংগ্রহের আগ পর্যন্ত ভাটাগুলোর অবৈধ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের এ কর্মকর্তা৷
ভ্রাম্যমাণ আদালতকে আইনী সহায়তা দেন অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুজাহিদ এবং মোবারক হোসেন।