নিজস্ব প্রতিবেদকঃ-
বৃহস্পতিবার সন্ধ্যায় আমিনুল তার বন্ধুদের নিয়ে বাসা থেকে বের হয়ে রাতে আর ফেরেননি।
নেত্রকোণা পৌর শহরের কৃষিফার্ম থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, শ্বাসরোধে হত্যার পর মরদেহটি সেখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান জেলা পিবিআই পুলিশের এসআই জাকির হোসেন।
নিহত আমিনুল ইসলাম পূর্বধলা উপজেলার সাতপাটি গ্রামের তোতা মিয়ার ছেলে। ২৪ বছরের আমিনুল নেত্রকোণা পৌর শহরের কুরপাড় এলাকায় মামার বাড়িতে থাকতেন।
নিহতের পরিবারের বরাতে এসআই জাকির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আমিনুল তার বন্ধুদের নিয়ে কুরপাড়ের মামার বাসা থেকে বের হন। পরে তিনি আর রাতে বাসায় ফেরেননি।
শুক্রবার সকালে শহরের কৃষিফার্ম এলাকার ভিতরে একটি গাছের নিচে আমিনুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পিবিআই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জাকির হোসেন বলেন, “নিহতের গলায় দড়ি পেঁচানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।”
নিহত আমিনুলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।