নিজস্ব প্রতিবেদক
উন্নয়ন-অর্জনের জয়যাত্রা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও দেশবাসীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নৌকায় ভোট দিয়েছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। নৌকায় ভোট দিয়েছিলেন বলেই দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ যেন গড়তে পারি, সেজন্য নৌকায় ভোট দিন। গতকাল বিকালে রাজশাহী মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসমুদ্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকাল ৩টা ১০ মিনিটে জনসভাস্থলে এসে প্রধানমন্ত্রী ৩২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গতকাল দিনের আলো ফুটতে না ফুটতেই বরেন্দ্র নগরী রাজশাহীতে শুরু হয় মানুষের আনাগোনা। জনসভাস্থল মাদরাসা মাঠের আশপাশের বিভিন্ন এলাকায় এসে জমায়েত হন কর্মী ও সমর্থকরা। ট্রেন, বাস, নৌকা, রিকশা, অটো, হিউম্যান হলার, এমনকি ট্রাকে চেপেও এসেছেন তারা। যানবাহন না পেয়ে হেঁটেও আশপাশের এলাকা থেকে এসেছেন অনেকে। বেলা ১১টার মধ্যে কানায় কানায় মানুষে ভরে যায় ঐতিহাসিক মাদরাসা মাঠ। সকাল ৯টার আগে থেকেই উন্মুক্ত করে দেওয়া হয় জনসভাস্থল। মাঠে জায়গা না পেয়ে লাখো মানুষ মাদরাসা মাঠের আশপাশের পাঠানপাড়া, পদ্মারপাড়, ফায়ার সার্ভিস মোড়ে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া মানুষের সুবিধার জন্য পয়েন্টে পয়েন্টে কয়েকটি এলইডি স্ক্রিন ও সাউন্ড সিস্টেম বসানো হয়। এসব স্ক্রিনেও প্রধানমন্ত্রীকে দেখেন অপেক্ষমাণ রাজশাহীবাসী ও বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মী ও সমর্থকরা। চর মাঝারদিয়া থেকে এসেছেন গৃহবধূ রহিমা বেগম। তিনি বলেন, ‘ফজরের নামাজ পড়েই সবাই চলে আইসেছি। আইসে তো দেখি রাজশাহী শহর যে সাজাইছে সুন্দর কইরে, খুব ভালো লাইগলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী বুইলবেন তাই শুইনবো।’ প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে পঞ্চগড় থেকে এসেছেন রুয়েট ছাত্রলীগ নেতা রায়হানুল ফেরদৌস রাজ। তিনি বলেন, দুই দিন আগে রাজশাহীতে এসেছি প্রধানমন্ত্রীর উন্নয়ন বিষয়ক আলোচনা শোনার জন্য। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে এ জনসভার আয়োজন করে। জনসভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। জনসভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।