1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০১:২৯ অপরাহ্ন

পরিবেশ দূষণ এর কারণে গাজীপুরের ৫ প্রতিষ্ঠানের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশের সময়ঃ- বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৯৫ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রতিষ্ঠানগুলো প্রতিবেশের চরম ক্ষতি করছিল বলে দাবি অধিদপ্তরের।

 

গাজীপুরের পরিবেশ দূষণের দায়ে পাঁচটি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার দিনব্যাপী গাজীপুর ও টঙ্গী এলাকায় অভিযান চালায় অধিদপ্তর।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

এ সময় টঙ্গী এলাকার জেএম অটো ওয়াশ, জিবিএল ওয়াশ লিমিটেড, আলিফ লন্ড্রি এবং গাজীপুর সদরের মিক সুয়েটার, ব্যাক বেয়ার ডেনিম লিমিটেডের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নয়ন মিয়া বলেন, “ওই প্রতিষ্ঠানগুলো পরিবেশের ছাড়পত্র না নিয়েই কার্যক্রম চালাচ্ছিল। তাদের কোনো তরল বর্জ্য পরিশোধনাগার ছিল না। যে কারণে প্রতিবেশের চরম ক্ষতি হওয়ায় গ্যাস-বিদ্যুতের পাওয়ার সুইচ বন্ধ করা হয়েছে।”
পল্লী বিদ্যুৎ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি-ডেসকো ও তিতাস গ্যাসের লোকজন অভিযানে সহায়তা করেন বলে পরিবেশ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640