ডেস্ক নিউজ
এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। সে নিয়ে দুই দেশের মধ্যে চলছে টানাপোড়েন। এবার সেই আলাপে উত্তপ্ত বাক্য নিয়ে যোগ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।
এই পাক ক্রিকেট কিংবদন্তির মতে, পাকিস্তান সফর করতে না চাইলে সমস্যা নেই, ভারত চাইলে নরকেও যেতে পারে।
মিয়াঁদাদ বলেছেন, ‘আমি সবসময় বলছি, ভারত আসতে না চাইলে তাতে পাকিস্তানের কিছু যায় আসে না। আমরাই আমাদের ক্রিকেটারদের জন্য যথেষ্ট। এটা আইসিসির কাজ, আইসিসি ছাড়া আর কারো হাতে ক্রিকেটের নিয়ন্ত্রণ নেই।’
মিয়াঁদাদ মনে করেন, আইসিসির উচিত সবার জন্য একই নিয়ম করা। যদি কোনো দল আসতে না চায় তো কী হয়েছে। তারা কতোটা শক্তিশালী। আইসিসির উচিত তাদের বাদ দিয়ে দেওয়া।’
ভারত পাকিস্তানকে ভয় পায় বলেও উল্লেখ করেছেন মিয়াঁদাদ।