1. nannunews7@gmail.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৪৮ অপরাহ্ন

পিছু নিয়ে ছিনতাইকারী ধরলেন রাবি শিক্ষিকা

  • প্রকাশের সময়ঃ- মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ক্যাম্পাসে অটোরিকশা নিয়ে ফোন ছিনতাই দেখে কয়েক কিলোমিটার পিছু ছুটে ছিনতাইকারীকে ধরেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষিকা নূর-এ- সাবিহা। সোমবার বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনের সামনে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফোনটি উদ্ধার করা হয় এবং ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়। ছিনতাইকারীর নাম মো. অন্তর (২৫)। তিনি রাজশাহী নগরের শাহমখদুম থানাধীন বাগানপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। অপরদিকে ভুক্তভোগী ওই নারী রাজশাহী নগরের মতিহার শাখা সোনালী ব্যাংকে চাকরি করেন বলে জানা গেছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ফোনটি মালিকের হাতে তুলে দেই। পরে ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন একাডেমিক ভবনের সামনে এক মহিলা ফোনে কথা বলতে ছিলেন এসময় ছিনতাইকারী অটো নিয়ে ফোনটি ছিনিয়ে নেয় এবং পালিয়ে যায়। সেটা দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তার পিছু নেন এবং লোকজনের সহযোগিতায় কয়েক কিলোমিটার দূরে ক্যাম্পাসের বাইরে গিয়ে ছিনতাইকারীকে ধরেন। পরে প্রক্টর দপ্তর থেকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। জানতে চাইলে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একজনকে সোপর্দ করেছে। তাকে থানায় আটকে রাখা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ চলছে।

 

 

 

 

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640