ডেস্ক নিউজঃ-
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ট্রেক হোল্ডার কোম্পানি এবং মার্চেন্ট ব্যাংকারদের কাছে তালিকাভুক্ত সিকিউরিটিজে (মেইন মার্কেট, এসএমই, এটিবি প্ল্যাটফর্ম) ন্যূনতম ২০ লাখ টাকা বিনিয়োগকারীদের তথ্য সরবরাহ করার জন্য নির্দেশ দিয়েছে।মঙ্গলবার (০৪ এপ্রিল) ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ডিএসইর সব ট্রেক হোল্ডার কোম্পানি এবং মার্চেন্ট ব্যাংকারদেরকে তালিকাভুক্ত সিকিউরিটিজে (মেইন মার্কেট, এসএমই, এটিবি প্ল্যাটফর্ম) ন্যূনতম ২০ লাখ টাকা বিনিয়োগকারী যোগ্য বিনিয়োগকারীদের (কিউআইএস) তথ্য সরবরাহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। গত ৩০ মার্চ পর্যন্ত বাজার মূল্য হিসেবে প্রদত্ত গুগল ফর্মের মাধ্যমে আগামী ১০ এপ্রিলের মধ্যে এসব তথ্য প্রদান করতে হবে। আগামী ১০ এপ্রিলের পরে প্রদত্ত ডেটা গ্রহনযোগ্য হবে না। এসব ডেটার বৈধতা আগামী ৩০ জুন-২০২৩ পর্যন্ত কার্যকর থাকবে। এ সংক্রান্ত চিঠির একটি করেকপি,পাঠানো,হয়েছে,বিএসইসির,নির্বাহীপরিচালক,এসআর,এমআইসি,বিভাগ, সিএমআর,আরসি বিভাগ এবং এসআর,আই বিভাগে।