1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:৪৩ অপরাহ্ন

পুলিশের গাড়ি দুর্ঘটনায়, দুই কনস্টেবল ও আসামির মৃত্যু

  • প্রকাশের সময়ঃ- মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১১২ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-

নারী নির্যাতন মামলার ওই আসামির ডিএনএ পরীক্ষা করিয়ে ঢাকা থেকে জামালপুরে ফেরার পথে টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে পুলিশের ওই গাড়ি।

 

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে জামালপুরের দুই পুলিশ সদস্যের প্রাণ গেছে; মৃত্যু হয়েছে তাদের সঙ্গে থাকা এক আসামিরও।
মধুপুর থানার গোলাবাড়ি এলাকায় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নিহতরা হলেন- জামালপুর থানাধীন নারায়ণপুর তদন্তকেন্দ্রের কনস্টেবল মো. নুরুল ইসলাম ও মো. সোহেল রানা। আরেকজন নারী নির্যাতন মামলার আসামি বলে পুলিশ জানালেও তার বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।

নুরুল ময়মনসিংহ কোতোয়ালি থানার দাপুনিয়া গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে। আর সোহেল টাঙ্গাইলের ঘাটাইল থানার সিংগুরিয়া গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে।
ওসি বলেন, সোমবার সকালে জামালপুর জেলা কারাগার থেকে নারী নির্যাতন মামলার এক আসামিকে ডিএনএ টেস্ট করতে ঢাকায় নিয়ে যান কনস্টেবল নুরুল ইসলাম ও সোহেল রানা। দায়িত্ব পালন শেষে একটি মাইক্রোবাসে করে রাত ৮টার দিকে জামালপুর ফিরছিলেন তারা।
“এ সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে মাইক্রোবাসটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই কনস্টেবল নুরুল ইসলাম ও ওই আসামি মারা যান।”

নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640