1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:১৩ অপরাহ্ন

ফরিদপুরে দুটি বাইকের সংঘর্ষে গেল ২ তরুণের প্রাণ

  • প্রকাশের সময়ঃ- শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৬৩ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-

হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই তরুণকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের সদরপুর উপজেলায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন।
শুক্রবার দুপুরে উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান।
নিহতরা হলেন, উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার আব্দুল গফফারের ছেলে রিমন (১৮) এবং সারেং ডাঙ্গী এলাকার ইউনুস মাস্টারের ছেলে তামিম (১৭)।

আহত মো. হীরা (১৯) হানিফের ডাঙ্গীর লুৎফর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সুব্রত জানান, উপজেলার মনিকোটা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তামিম, রিমন ও মো. হীরা আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে রিমন ও হীরাকে সদরপুর এবং তামিমকে চরভদ্রাসন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসক তামিম ও রিমনকে মৃত ঘোষণা করেন; হীরা চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় সদরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে ওসি সুব্রত গোলদার জানান।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640