নিজস্ব প্রতিবেদকঃ-
পুলিশ জানায়, পারিবারিক কলেহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদরদী গ্রামে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া জানান।
তিনি জানান, পারিবারিক কলেহের জেরে ছেলে নাঈম ফকিরের (১৭) ধারালো অস্ত্রের আঘাতে বাবা কিবরিয়া ফকির (৫৫) খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রাতে মায়ের সঙ্গে তার বাবার ঝগড়া হচ্ছিল। এ সময় নাঈম ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করেন পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কিবরিয়া ফকিরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হেলাল উদ্দিন ভূঁইয়া আরও বলেন, “খবর পেয়ে আমিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”