1. nannunews7@gmail.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০১:০১ অপরাহ্ন

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮ জন, অস্ত্র উদ্ধার

  • প্রকাশের সময়ঃ- রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৯৮ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-

 

একটি মাইক্রেবাস থেকে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ; পরে তল্লাশি চালিয়ে একটি এলজি বন্দুক উদ্ধার করা হয়।

ফেনীর সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাতকে গ্রেপ্তার ও ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।
উপজেলার ডাকবাংলা কমিউনিটি সেন্টারের সামনে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন দাইয়্যাই জানান।
এরা হলেন- ফেনীর ফুলগাজী থানার আমজাদহাট ইউনিয়নের মালিপুর এলাকার আবদুল মালেকের ছেলে আবদুল মুনাফ (৩৫), নোয়াখালী জেলার সুধারাম থানার দক্ষিণ মুন্নাফিয়া এলাকার মো. ইসমাইলের ছেলে আবু তাহের (৬০),
একই জেলার হাতিয়া থানার বুড়িরচর এলাকার লালু মেইকারের ছেলে মো. জয়নাল (৩৭), চাঁদপুর জেলার শাহরাস্তি থানার উত্তর দেবপাড়া এলাকার জয়নাল আবদীনের ছেলে ইকবাল হোসেন (৩৭),
বরিশাল জেলার পাহার হাট থানার জামাল খান ছেলে মো. সুজন খান (২৫), চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার শাহ আলমের কলোনির মো. আকবরের ছেলে মো. মামুন (৩০),
পাহাড়তলি থানার দক্ষিণ হালিশহর এলাকার চাঁন মিয়ার ছেলে আলমগীর (৩৯) এবং হালিশহর ছোটপোল এলাকার ইসমাইল হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৮)।

ওসি বলেন, একদল ডাকাত ডাকাতির উদ্দেশে অবস্থান করছে তথ্যে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি মাইক্রেবাসে থাকা আটজনকে গ্রেপ্তার এবং গাড়িতে তল্লাশি চালিয়ে একটি এলজি বন্দুক, ছয়টি কার্তুজ ও একটি রামদা, জব্দ করা হয়।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে তিনি জানান।

শেয়ার করুন

এ বিভাগে আরও সংবাদ

ট্রেড লাইসেন্স নং- ৪৫৭৯

Design By: Rubel Ahammed Nannu-01711-011640